NETWORK
MINHAJ
সহজ বাংলায় নেটওয়ার্কিং (NETWORKING)
নেটওয়ার্কিং হচ্ছে একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে একস্থান হতে অন্য
স্থানে খুব সহজেই পন্য বা তথ্য পৌছে দেয়ার জন্য তৈরি সুবিধা ।সাধারন ভাবে
বলা যায় যে নেটওয়ার্কিং প্রধানত দুই প্রকার ।যথাঃ- একটি অবকাঠামো এবং
অপরটি তথ্য বা পণ্য l নেটওয়ার্কের অবকাঠামো ভাল না হলে একপ্রান্ত থেকে
অন্য প্রান্তে করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথাৎ একটি নির্দিষ্ট সীমারেখা
মধ্যে যদি অনেক গুলো কম্পিউটার ,প্রিন্টার এবং অনুরুপ রিসোর্স সমূহ থাকে
তাহলে এদের প্রত্যেকে একে অপরের সাথে তথ্য বিনিময় করতে পারে ।যেমনঃ
ইন্টারনেট এর মাধ্যমে আমরা পৃথিবীর সকল সাথে যোগাযোগ এবং তথ্য বিনিময় করতে
পারছি ।কার্যত য়া অনেক প্রয়োজনীয় বিষয় আর এই গুরুত্বপূন্য বিষয় নিয়ে
সাধারন বাংলা ভাষায় সুন্দর ভাবে পোস্ট করে যাচ্ছেন টিজে তাল পাতার সিপাহি।টিউনারপেজের পক্ষ থেকে টিজে তাল পাতার সিপাহি-কে অগনিত শুভেচ্ছা ।CONNECT WITH MINHAJ
No comments:
Post a Comment