Wednesday, September 16, 2015

Facebook hack



ফেইসবুক হ্যাক হলে ফেরত পাওয়ার সহজ উপায় ।

হ্যাকিং থেকে কিভাবে Facebook     id ফেরত পাওয়আ জাই  তার সমাদান ……
যে হারে  ফেসবুক হ্যাকিং, হচ্ছে  তাতে একটু অসাবধান থাকলে আপনি হারাতে পারেন আপনার ফেসবুক আইডি তাই আমি আজ নিয়ে এলাম আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফেরত পাবার  সহজ সমাদান আজ নিয়ে এলাম ।
  সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মাঝে মধ্যেই  বিব্রত হতে হয় দেখা যায় নিজের একাউন্ট নিজের থাকে না একাউন্ট হ্যাক হলে এমন ঘটে আমরা সবাই  জানি এই রকম  অসুবিদা অনেকে ভুগ করে থাকেন

তবে হ্যাক হলেও চিন্তার কিছু নাই ফিরে পাওয়া যাবে সেটি তবে শর্ত অনুযায়ী হ্যাক হবার পর আপনার সাধের ফেসবুক আইডিটি ফিরে পেতে হলে কাজ করতে হবে কয়েকটি ধাপেপ্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার থেকে http://www.facebook.com/hacked  এই লিংক প্রবেশ করতে হবে এরপর আপনাকে  মাই একাউন্ট থেকে ‘my account is compromised’ ক্লিক করতে হবে তারপর আপনাকে  ফোন নাম্বার, ইমেইল কিংবা ইউজার নাম দিয়ে আপনার সাধের ফেসবুক একাউন্টটি সনাক্ত করতে হবে খুব সাব্দানে ইমেইল কিংবা ইউজার নেইম দিয়ে একাউন্ট সার্চ করলে ‘security check’ অপশনে ক্যাপচা এন্ট্রি করতে হবে এরপর একাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে এরপর নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে কয়েককধাপে সেগুলো সঠিক উত্তর দিলে আপনার হ্যাক হওয়া  ফেসবুক আইডি ফিরে পাবেন তবে  এর জন্ন সঠিক তথ্য দিতে হবে







No comments:

Post a Comment