নেটওয়ার্ক
“ বিসমিল্লাহির
রাহমানির রাহিম । পরম করুনা ময় অসিম দয়ালু ”
আমি মিনহাজ ,
কিশোরগঞ্জ পলিটেকনিক পলিটেনিক ইন্সটিটিউট এর কম্পিউটার টেকনোলজির এক জন ছাএ । আমি
কম্পিউটারে পরা লেখা করিছে কিন্ত আমার সবচাইতে ভালো লাগে ইনটারনেট । যেমন- আজকের
দিনে ইনটারনেট ছাড়া চলা জাইনা । গড়ে বসে অনলাইনের মাদ্দমে আমরা অনেক কাজ করতে পারি
। নেটওয়রক বলতে আমরা বুজি একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কানেক্ট করাকে
বোজাই । অনলাইনের মাদ্দমে গড়ে বসে আমরা
ইনকাম করতে পারি । যেমন –ফ্রিলাঞ্চিং এর
কাজ করতে পারি ।ফ্রিলাঞ্চিং বলতে বুজি নিজের অদিনে গড়ে বসে বা যে কোনো জাইগাই বসে
অনলাইনে কাজ করাকে বোজাই । আর এ কাজ করে আমাদের দেসের অনেক জুবকরা নিজের কর্মসংস্থান
নিজে তেরি করতে পারতাছেন ।আর এসবের মোলে রয়েছে ইনটারনেট ।বাংলাদেশে ফ্রিলাঞ্চিং এ
কাজ করে প্রতি মাসে 20000000 কোটি টাকা পর্যন্ত আয় করা যাচ্চে । আজ আর নয় কাল
আবার লেখব ।সবাই ভালো থাকবেন আল্লাহা হাফেজ ।
(মিনহাজ শিফাত)
No comments:
Post a Comment