প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে এবং কত তারিখে নিয়োগ প্রাপ্ত হন?
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান সভাপতির নাম কি?
উ : সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান মহাসচিবের নাম কি?
উ : সৈয়দ শাহেদ রেজা।
প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?
উ: বালুয়ার্ত (মেক্সিকো)।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা কত?
উ : ৭০৫ কোটি ২১ লাখ।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ : ১.১% (২০১২-১৫)।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উ : চীন।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উ : ট্যুভালু।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উ : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?
উ : মালদ্বীপ।
প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায়?
উ : ২ নভেম্বর ২০১২।
প্রশ্ন : মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের নাম কি?
উ : এনরিক পিনা নিয়েতো।
বি সি এস প্রস্তুতি- ৪(সাধারন জ্ঞান)
*প্রশ্ন : থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়?
উত্তর : জাপান, জার্মানি ও ইতালি।
*প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৫২ সালে।
*প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর :অ্যালুমিনিয়াম।
*প্রশ্ন : ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত?
উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের।
*প্রশ্ন : যে সব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান,তাদের কী বলা হয়?
উত্তর : Isotone
*প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
উত্তর :শ্রীচৈতন্যদেবকে।
*প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭।
*প্রশ্ন : হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
উত্তর :গেস্টাপো।
*প্রশ্ন : ২০১২ সালের ‘বিশ্ব শিশু পরিস্থিতি’প্রতি বেদনের তথ্য অনুসারে,বিশ্বে মেগাসিটির সংখ্যা কয়টি?
উত্তর :২১টি।
*প্রশ্ন : সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা দেয়?
উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।
*প্রশ্ন : উড পেন্সিলের সিস তৈরি হয় কী দিয়ে?
উত্তর : গ্রাফাইট।
লাইক এবং শেয়ার করে এক্টিভ থাকুন
·
প্রশ্ন ;- সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ??
উত্তর ;- নিপা।
·
প্রশ্ন ;-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?
উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
·
প্রশ্ন ;- বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- ভাটিয়ারি,চট্টগ্রাম।
·
প্রশ্ন ;- বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- পতেঙ্গা,চট্টগ্রাম।
·
প্রশ্ন ;-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?
উত্তর ;- যশোর।
·
প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?
উত্তর ;- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)
·
প্রশ্ন ;- বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন।
উত্তর ;- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)
·
প্রশ্ন ;- ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?
উত্তর ;- ব্রেন্ডা জেনসন (USA) (১ম- টিমোথি হিয়েডলার )
·
প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা)
|
প্রশ্ন : বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে?
উত্তর : এস এস হুইলার।
প্রশ্ন : ‘আমি বীরঙ্গনা বলছি’ প্রবন্ধটির লেখক কে?
উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।
প্রশ্ন : রাশিয়ার বিমান সংস্থার নাম কী?
উত্তর : এরোফ্লোঁ।
প্রশ্ন : ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
উত্তর : ব্যাপন প্রক্রিয়ায়।
প্রশ্ন : ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : শওকত ওসমান।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
প্রশ্ন : বিশ্বের গভীরতম খাল কোনটি?
উত্তর : পানামা খাল।
প্রশ্ন : সংকর ধাতু পিতলের উপাদান কী কী?
উত্তর : তামা ও দস্তা।
প্রশ্ন : সাধারণ মোঁর গাড়ির ইঞ্জিনে কয়টি পিস্টন থাকে?
উত্তর : ৪টি।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর : ১৩৬তম।
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কী?
উত্তর : অ্যাক্টভর্ঁা।
প্রশ্ন : রেকটিফাইড স্পিরিট হলো_
উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি।
প্রশ্ন : রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : ভিটামিন ডি।
প্রশ্ন : ‘সুপার নোভা’ আসলে কী?
উত্তর : মৃত তারকা।
প্রশ্ন : বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ?
উত্তর : ২৮তম।
প্রশ্ন : বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯২২ সালে।
প্রশ্ন : বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে?
উত্তর : ২২ মে।
প্রশ্ন : প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম কী?
উত্তর : ডিপিই।
·
সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্ব (সাধারন জ্ঞান)
·
প্রশ্ন ;- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?
উত্তর ;- ভেদরগঞ্জ,শরীয়তপুর।
·
প্রশ্ন ;- বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?
উত্তর ;- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)
·
প্রশ্ন ;- ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?
উত্তর ;- কুয়াকাটা,পটুয়াখালী।
·
প্রশ্ন ;- বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)
·
প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?
উত্তর ;- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
·
প্রশ্ন ;- ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?
উত্তর ;- রংপুর।
·
প্রশ্ন ;- বাংলাদেশ রাইফেসলস (BDR)-এর পরিববর্তিত নাম কি?
উত্তর ;- “বর্ডার গার্ড বাংলাদেশ” (BGB)
·
প্রশ্ন ;- বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর ;- ২৩ জানুয়ারী,২০১১।
·
প্রশ্ন ;- কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?
উত্তর ;- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
·
প্রশ্ন ;- সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?
উত্তর ;- এমভি জাহান মনি।
·
প্রশ্ন ;- দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?
উত্তর ;- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।
·
প্রশ্ন ;- সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?
উত্তর ;- আম।
·
প্রশ্ন ;- জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- বাংলাদেশ।
·
প্রশ্ন ;- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?
উত্তর ;- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।
·
প্রশ্ন ;- সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?
উত্তর ;- সংসদ বাংলাদেশ টেলিভিশন।
·
প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?
উত্তর ;- তিহান-১
·
প্রশ্ন ;- বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর ;- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।
·
প্রশ্ন ;- সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- বিজ স্টোন।
·
প্রশ্ন ;- “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)
trong>
·
প্রশ্ন ;- বিশ্ব
প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা)
· প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ? উত্তর ;- হারমনি এক্সপ্রেস (চীন)
·
|
No comments:
Post a Comment