এইচএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৫
1. টুইস্টেড পেয়ার ক্যাবল সম্পর্কে আলোচনা কর।
2. কো-এক্সিয়ায় ক্যাবল সম্পর্কে আলোচনা কর।
3. ইনফ্রারেড কি? ইনফ্রারেড সিগন্যাল ট্রান্সমিশনের বহুল ব্যবহৃত পদ্ধতি কয়টি ও কি কি?
4. ডোমেইন কি? ইনফ্লারেডের অসুবিধাগুলো উল্লেখ কর।
5. কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর নাম লেখ।
6. কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্ব লিখ।
7. নেটওয়ার্কিং কি? ব্রডব্যান্ড কি?
8. নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ বর্ণনা কর।
9. সার্ভারের কাজ কি? মোবাইল ফোনের সুবিধা কি? বর্ণনা কর।
10. জিপিআরএসের সুবিধাগুলো লেখ।
11. স্যাটেলাইট কমিউনিকেশন কি? তার মাধ্যম ও তারবিহীন মাধ্যমের মধ্যে দুটি পার্থক্য লিখ।
12. LAN কি? LAN সংগঠনের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ।
13. মডেম বলতে কি বুঝ? হাব ও সুইচের মধ্যে ৩টি পার্থক্য লিখ।
14. LAN ও MAN-এর মধ্যে পার্থক্য লিখ।
15. টুইস্টেড পেয়ার ক্যাবল কি? ব্লুটুথ কিভাবে কাজ করে?
16. সুইচ কি? রাউটারের কাজ করার পদ্ধতি ব্যাখ্যা কর।
17. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? ব্যাখ্যা কর।
18. রোমিং কি? গেটওয়ে কি?
19. ব্রডব্যান্ড কি? ক্লাউড কম্পিউটিং এর তিনটি সুবিধা লিখ।
20. সংখ্যা পদ্ধতি ও বাইনারী সংখ্যা পদ্ধতি কি? (৩৯৫)১০ কে বাইনারীতে রূপান্তর কর।
21. বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির ভিত বা বেস সম্পর্কে আলোচনা কর।
22. কম্পিউটার কোডিং বলতে কি বুঝায়? দশমিক সংখ্যাকে বাইনারী সংখ্যায় রূপান্তরের নিয়মাবলী লেখ।
23. দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
24. কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের ধাপসমূহ লেখ।
25. বিসিডি (BCD) কোড কি? (395)10 কে বিসিডি কোর্ডের মাধ্যমে দেখাও।
26. অক্ট্যাল থেকে বাইনারীতে রূপান্তর পদ্ধতি বর্ণনা কর।
27. ইউনিকোড কি? হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর পদ্ধতি বর্ণনা কর।
28. ইবিসিডিআইসি (EBCDIC) কোড কি? কম্পিউটারে কোডের গুরুত্ব ব্যাখ্যা কর।
29. বুলিয়ান অ্যালজেবরা বলতে কি বুঝ? এর মৌলিক সূত্রগুলো কি কি?
30. বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে কি বুঝায়? বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো লিখ।
31. বুলিয়ান সমীকরণ বলতে কি বুঝায়? বুলিয়ান যোগের সূত্রটি বর্ণনা কর।
No comments:
Post a Comment