ড্রোন বিক্রির ব্যবসায়
নামছে গুগল
সবাইকে সালাম দিয়ে আজ আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আশা করি
আল্লাহর রহমতে আপনারা সবাই ভালই আছেন। দোয়া করি আনারা সবাই সব সময় ভাল থাকেন। আমার জন্যও দোয়া করবেন যেন আমি
ভাল থাকতে পারি এবং আপনাদের মাঝে সব সময় ভাল কিছু নিয়ে আসতে পারি। যাই
হোক আজ আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি ড্রোন বিক্রির ব্যবসায় নামছে গুগল ।
এবার ড্রোন ব্যবসায় নামতে যাচ্ছে গুগল। এ লক্ষ্যে বানিজ্যিকভাবে ড্রোন তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এর অধীনে থাকবে এই ড্রোন ব্যবসা এবং এ প্রতিষ্ঠান থেকেই ড্রোন বিষয়ক সকল কার্যক্রম পরিচালিত হবে বলেও জানা গেছে।
গুগলের ড্রোন ব্যবসার বিষয়টি নিশ্চিত করে অ্যালফাবেটস প্রজেক্ট উইংয়ের এক্সিকিউটিভ ইন চার্জ ডেভিট ভস বলেন, 'বিক্রির জন্য ড্রোন বানাচ্ছে গুগল। শিগগিরই এই ড্রোন গ্রাহকদের কাছে পৌছে দেয়ার চেষ্টা চালাচ্ছি আমরা। ক্রেতারা যেন সহজ প্রক্রিয়ায় ড্রোন ক্রয় করতে পারে সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে অ্যালফাবেট।'
গুগল ইতোমধ্যে সিভিল এভিয়েশন কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের সাথে ৫০০ফিটের নিচে এয়ার ট্রাফিক স্থাপনের বিষয়টি নিয়ে আলাপা আলোচনা সেরে ফেলেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানগুলোর কাছে গুগল জানিয়েছে সেলুলার এবং ইন্টারনেট প্রযুক্তির সমন্বয়ে ড্রোন পরিচালনার ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে অ্যামাজন ও অ্যালফাবেট ক্রেতাদের হাতে একসাথে ড্রোন প্যাকেজ বিক্রি করার একটি পদক্ষেপও হাতে নিয়েছে। এ পদক্ষেপের আওতায় উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে ড্রোন পৌছে দেয়ার বিষয়টি নিশ্চিত করবে।
বানিজ্যিকভাবে ড্রোন তৈরি করে তা বিক্রির বিষয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পরিপূর্ণ নীতিমালা না আসা পর্যন্ত কোন ক্রেতার হাতেই ড্রোন প্যাকেজ পৌছে দিতে পারছে না গুগল।
সূএ ঃ 24 Live Newspaper
No comments:
Post a Comment