Showing posts with label আইফোনের চার্জ শেষ হয়. Show all posts
Showing posts with label আইফোনের চার্জ শেষ হয়. Show all posts

Tuesday, October 27, 2015

আইফোনের চার্জ শেষ হয়

   আইফোনের চার্জ শেষ হয় ফেসবুকের কারণে


সবাইকে সালাম/আদাব জানিয়ে আজ কের টিউন শুরু করতেছি আপনারা নিশ্চই ভালো আছেন ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা যাহোক না কেন আজকে আপনাদের সাথে নতুন একটা বিসয় শেয়ার করবসেটা হচ্ছে আইফোনের চার্জ শেষ হবার কারন।
আইফোনের জন্য নির্মিত ফেসবুক অ্যাপ ফোনের চার্জের বেশির ভাগ অংশই নিঃশেষ করে দিচ্ছেএমন অভিযোগ পাওয়া যাচ্ছে আইফোন ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি অ্যাপ চালু না থাকলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা ফেসবুক ব্যাটারির আয়ু শেষ করে দিচ্ছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তথ্য







ব্যাটারি ডিসচার্জ করে ফেলার বড় একটি কারণ হিসেবে বলা হচ্ছে এই অ্যাপে যুক্ত থাকা লোকেশন ট্র্যাকিং সুবিধাকেলোকেশন ট্র্যাকিংচালু থাকা অবস্থায় সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা তবে এই সুবিধা বন্ধ থাকলেও পরিত্রাণ মিলছে না এমনকিব্যাকগ্রাউন্ড রিফ্রেশঅপশন বন্ধ রাখলেও ফেসবুকখেয়েনিচ্ছে সব চার্জ

সপ্তাহের শুরুতে ম্যাট গেলিগান নামের এক ব্যবহারকারীর টুইট থেকে সবার নজরে আসে এই অভিযোগ তিনি তাঁর টুইটে দাবি করেন, তাঁর আইফোনের ফেসবুক অ্যাপ ব্যাটারির বেশির ভাগ চার্জ ব্যবহার করে ফেলছে প্রমাণ হিসেবে তিনি তাঁর আইফোনেরব্যাটারিঅ্যাপের কিছু স্ক্রিনশট তুলে ধরেন সেখানে দেখা যায়, অন্যান্য অ্যাপের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি ব্যাটারি ব্যবহার করেছে ফেসবুক

আইওএস ডেভেলপার জোনাথান জিয়ারস্কি ফেসবুক অ্যাপ বিশ্লেষণ করে অভিমত দিয়েছেন, শুধু লোকেশন ট্র্যাকিং সুবিধার ঘাড়ে সব দোষ চাপানো ঠিক হবে না তাঁর ভাষায়, ‘এটা দেখে মনে হচ্ছে, আপনি যদি ফেসবুকের লোকেশন শেয়ারিং চালু করে রাখেন, তবে এটা যা করবে তা হলো ব্যাকগ্রাউন্ডে থেকে আপনার ফোনের কিছু চার্জ শেষ করবেতিনি যোগ করেন, ‘ফেসবুক অ্যাপ ডিজাইনে যে পরিমাণ বিশ্লেষণমূলক ফিচার ব্যবহার করা হয়েছে, তা- চার্জ শেষ করার জন্য যথেষ্ট, লোকেশন শেয়ারিংয়ের কথা না হয় বাদই দিলাম


ব্যবহারকারীদের অসন্তোষের কথা কানে পৌঁছে গেছে ফেসবুক কর্তৃপক্ষের প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন টেকক্রাঞ্চকে ফেসবুক থেকে পাঠানো এক -মেইলে বলা হয়েছে, ‘আমাদের আইওএস অ্যাপের চার্জ নিঃশেষ সম্পর্কিত কিছু অভিযোগের কথা আমরা শুনেছি আমরা সমস্যা খতিয়ে দেখছি এবং আশা করি, খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে


আগের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন । 

সূএ ঃ এন টিভি