Showing posts with label গুগলের ইন্টারনেট বেলুন ঘিরে ফেলবে. Show all posts
Showing posts with label গুগলের ইন্টারনেট বেলুন ঘিরে ফেলবে. Show all posts

Thursday, October 29, 2015

গুগলের ইন্টারনেট বেলুন ঘিরে ফেলবে

 গুগলের ইন্টারনেট বেলুন ঘিরে ফেলবে পৃথিবী


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।  আমিও আল্লাহর রহমতে ভালই আছি।  আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে এবার আসুন শুরু করি গুগলের ইন্টারনেট বেলুন ঘিরে ফেলবে পৃথিবি ।






দুর্গম এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেবার পরিকল্পনা নিয়েছে গুগল লক্ষ্যে আকাশে তিনশো বেলুন ছাড়া হবে পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করে গুগল জানিয়েছে, তারা পৃথিবীর চারপাশে তিনশো হিলিয়াম বেলুনের একটি রিং তৈরি করতে চায় এই বেলুনে বাঁধা থাকবে দুটি করে রেডিও ট্রান্সিভার, যেগুলো নিরবিচ্ছিন্ন ভাবে ডাটা আদান-প্রদান করতে পারে এছাড়া বেলুনে আরও থাকবে একটি করে ফ্লাইট কম্পিউটার এবং জিপিএস কম্পিউটার

আগামী বছর নাগাদ পৃথিবী ঘিরে এই বেলুনের রিং তৈরি হয়ে যাবে বলে আশা করছে গুগল যারা এই বেলুনের আওতার মধ্যে থাকবেন, তারা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাবেন

ইন্দোনেশিয়ার তিনটি মোবাইল ফোন নেটওয়ার্ক গুগলের এই পরীক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে এর আগে শ্রীলংকাও একই ধরণের এক প্রকল্পের জন্য গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয় গুগলের এই ইন্টারনেট সংযোগ হবে ফোর-জি মানের


 আগের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন । 


সূএ ঃ বাংলাদেশ প্রতিদিন