বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ মূলত তিনটি
শ্রেণীতে ভাগ করা হয়েছে: সরকারি (সরকারি
মালিকানাধীন), বেসরকারি (বেসরকারী
মালিকানাধীন) এবং আর্ন্তজাতিক (আর্ন্তজাতিক
সংগঠন কর্তৃক পরিচালিত)। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯২১ সালে
প্রতিষ্ঠিত, দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধিভুক্ত; যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আদেশ
(১৯৭৩ সালের পি.ও. নং ১০) অনুযায়ী গঠিত একটি কমিশন।
বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ব্যবসায়, প্রকৌশল এবং প্রযুক্তি গবেষণা এলাকা
সমন্বয়ে, সাধারণ গবেষণার উপর আলোকপাত করে থাকে।
সাতটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ পাঠক্রম রয়েছে, যার মধ্যে
দুইটি ইসলামিক স্টাডিজ বিভাগ, দুইটি কৃষি বিজ্ঞান,
একটি স্বাস্থ্য বিজ্ঞান, একটি ভেটেরিনারি
মেডিসিন এবং একটি নারী গবেষণার বিষয়ক।
সরকারি বিশ্ববিদ্যালয় :
বাংলাদেশে বিপুল পরিমাণ
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে ৩২টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই সকল বিশ্ববিদ্যালয় সরকারের
অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা বিভাগে ১২টি বিশ্ববিদ্যালয়
রয়েছে, যার মধ্যে ৭টি ঢাকা শহরে, ২টি গাজীপুরে এবং ১টি সাভারে অবস্থিত। চট্টগ্রাম বিভাগে ৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৩টি চট্টগ্রামে, ১টি রাঙামাটিতে, ১টি নোয়াখালীতে ও ১টি কুমিল্লায় অবস্থিত। খুলনা বিভাগে ৪টি বিশ্ববিদ্যালয়
রয়েছে, যার মধ্যে ২টি খুলনায়, ১টি যশোরে এবং ১টি কুষ্টিয়ায় অবস্থিত। রাজশাহী বিভাগে ৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ২টি রাজশাহীতে, ১টি পাবনায় এবং ১টি সিরাজগঞ্জে অবস্থিত। বরিশাল বিভাগে ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১টি বরিশালে এবং ১টি পটুয়াখালীতে অবস্থিত। সিলেট বিভাগে ২টি বিশ্ববিদ্যালয়
রয়েছে। রংপুর বিভাগে ২টি বিশ্ববিদ্যালয়
রয়েছে, যার মধ্যে ১টি রংপুর শহরে এবং ১টি দিনাজপুরেঅবস্থিত।
বিশ্ববিদ্যালয়
|
ডাকনাম
|
অবস্থান
|
বিভাগ
|
বিশেষায়িত
|
ওয়েবসাইট
|
||
ইবি
|
১৯৮০
|
১৯৮০
|
কুষ্টিয়া-ঝিনাইদহ
|
খুলনা বিভাগ
|
সাধারণ
|
||
কুবি
|
২০০৬
|
২০০৬
|
কুমিল্লা
|
চট্টগ্রাম বিভাগ
|
সাধারণ
|
||
কুয়েট
|
২০০৩
|
১৯৬৯
|
খুলনা
|
খুলনা বিভাগ
|
প্রকৌশল ও প্রযুক্তি
|
||
খুবি
|
১৯৯১
|
১৯৯০
|
খুলনা
|
খুলনা বিভাগ
|
সাধারণ
|
||
চুয়েট
|
২০০৩
|
১৯৬৮
|
চট্টগ্রাম
|
চট্টগ্রাম বিভাগ
|
প্রকৌশল ও প্রযুক্তি
|
||
চবি
|
১৯৬৬
|
১৯৬৬
|
চট্টগ্রাম
|
চট্টগ্রাম বিভাগ
|
সাধারণ
|
||
চভেএসাবি
|
২০০৬
|
১৯৯৫
|
চট্টগ্রাম
|
চট্টগ্রাম বিভাগ
|
কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি
|
||
জবি
|
২০০৫
|
১৮৫৮
|
ঢাকা
|
ঢাকা বিভাগ
|
সাধারণ
|
||
কেএনবি
|
২০০৫
|
২০০৫
|
ত্রিশাল
|
ঢাকা বিভাগ
|
সাধারণ
|
||
জাবি
|
১৯৭০
|
১৯৭০
|
সাভার
|
ঢাকা বিভাগ
|
সাধারণ
|
||
ডুয়েট
|
২০০৩
|
১৯৮০
|
গাজীপুর
|
ঢাকা বিভাগ
|
প্রকৌশল ও প্রযুক্তি
|
||
ঢাবি
|
১৯২১
|
১৯২১
|
ঢাকা
|
ঢাকা বিভাগ
|
সাধারণ
|
||
নোবিপ্রবি
|
২০০৬
|
২০০৬
|
নোয়াখালী
|
চট্টগ্রাম বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
||
পবিপ্রবি
|
২০০০
|
১৯৭২
|
পটুয়াখালী
|
বরিশাল বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
||
পাবিপ্রবি
|
২০০৮
|
২০০৮
|
পাবনা
|
রাজশাহী বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
||
বশেমুকৃবি
|
১৯৯৮
|
১৯৮৩
|
গাজীপুর
|
ঢাকা বিভাগ
|
কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি
|
||
বশেমুরবিপ্রবি
|
২০১১
|
২০১১
|
গোপালগঞ্জ
|
ঢাকা বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
||
ববি
|
২০১১
|
২০১১
|
বরিশাল
|
বরিশাল বিভাগ
|
সাধারণ
|
||
বিইউপি
|
২০০৮
|
২০০৮
|
ঢাকা
|
ঢাকা বিভাগ
|
সাধারণ
|
||
বাকৃবি
|
১৯৬১
|
১৯৬১
|
ময়মনসিংহ
|
ঢাকা বিভাগ
|
কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি
|
||
বুয়েট
|
১৯৬২
|
১৯৬২
|
ঢাকা
|
ঢাকা বিভাগ
|
প্রকৌশল ও প্রযুক্তি
|
||
বিআরইউ
|
২০০৮
|
২০০৮
|
রংপুর
|
রংপুর বিভাগ
|
সাধারণ
|
||
মাভাবিপ্রবি
|
১৯৯৯
|
১৯৯৯
|
টাংগাইল
|
ঢাকা বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
||
যবিপ্রবি
|
২০০৮
|
২০০৮
|
যশোর
|
খুলনা বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
||
রাবিপ্রবি
|
রাঙ্গামাটি
|
চট্টগ্রাম বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
||||
রুয়েট
|
২০০৩
|
১৯৬৪
|
রাজশাহী
|
রাজশাহী বিভাগ
|
প্রকৌশল ও প্রযুক্তি
|
||
রাবি
|
১৯৫৩
|
১৯৫৩
|
রাজশাহী
|
রাজশাহী বিভাগ
|
সাধারণ
|
||
শাবিপ্রবি
|
১৯৯১
|
১৯৮৭
|
সিলেট
|
সিলেট বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
||
শেবাকৃবি
|
২০০১
|
১৯৩৮
|
ঢাকা
|
ঢাকা বিভাগ
|
কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি
|
||
সিকৃবি
|
২০০৬
|
১৯৯৫
|
সিলেট
|
সিলেট বিভাগ
|
কৃষি বিজ্ঞান ও ভেটেরিনারি
|
||
হাবিপ্রবি
|
১৯৯৯
|
১৯৭৯
|
দিনাজপুর
|
রংপুর বিভাগ
|
বিজ্ঞান ও প্রযুক্তি
|
বিশেষায়িত :
নিম্নোক্ত
বিশ্ববিদ্যালয়সমূহ নিজস্ব ক্যাম্পাসের পরিবর্তে সারা দেশব্যাপী তাদের অনুমোদিত
কলেজসমূহের মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করে থাকে। দুইটি বিশ্ববিদ্যালয়ের
প্রধান কার্যালয় ঢাকার গাজীপুরে অবস্থিত। ১৯৯২ সালে, বাংলাদেশে সর্বস্তরের
শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগনের কাছে পৌছে দেওয়ার
উদ্দেশ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সারাদেশে স্নাতোকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম
পরিচালনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় :
No comments:
Post a Comment