Tuesday, October 6, 2015

ডাচ কৃষি প্রযুক্তি বাংলাদেশে আনার আহ্বান রাষ্ট্রপতির ।

ডাচ কৃষি প্রযুক্তি বাংলাদেশে আনার আহ্বান রাষ্ট্রপতির ।


নেদারল্যান্ডসের উন্নত কৃষি প্রযুক্তি বাংলাদেশে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ঢাকায় দেশটির নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার বিকালে নতুন ডাচ দূত লিওনি কিউলেনারি বঙ্গভবনে পরিচয় দিতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান। 
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে দেশের উন্নয়ন তরান্বিত হবে। বাংলাদেশের পানি ও নদী ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের সহযোগিতা কমানা করেছেন রাষ্ট্রপতি।” 
প্রেস সচিব বলেন, দুই দেশের বর্তমান বাণিজ্য সম্পর্ক ৮০০ মিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করে রাষ্ট্রপতি এর পরিমাণ আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন।
লিওনি কিউলেনারি বলেন, তার দেশ সবসময় বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
দায়িত্বপালনে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়ে নতুন দূত বলেন, বাংলাদেশ-নেদারল্যান্ডসের সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে নতুন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।


No comments:

Post a Comment