Saturday, October 31, 2015

মটোরোলা আনছে ‘আনব্রেকেবল

  মটোরোলা আনছেআনব্রেকেবল স্ক্রিন


আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে?? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালই আছি। আজকে  আপনাদের জানবো যে বিষয়টি তা হল মটোরোলা আনছে ‘আনব্রেকেবল স্ক্রিন ।   

  

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের নতুন ফোন মটো এক্স আপনার হাত থেকে যতবারই পড়ুক না কেন, সেটি ভাঙবে না একটুও! এই পর্দাকে তারা বলছে আনব্রেকেবল বা ভাঙন প্রতিরোধী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে খবর

মটোরোলা তাদের এই দাবির ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তাই তারা বলছে, স্বাভাবিক ব্যবহারে এই পর্দার কোনো ক্ষতি হলে তারা বিনামূল্যে সেটা পাল্টে দেবে এই পর্দার জন্য তারা চার বছরের গ্যারান্টি দেবে যদিও ফোনের অন্যান্য যন্ত্রাংশের জন্য চার বছরের গ্যারান্টি থাকছে না

মোট পাঁচটি স্তরে নির্মিত হয়েছে মটোরোলার নতুন এই চমক প্রথম স্তরে থাকছে স্ক্র্যাচ প্রতিরোধী আবরণ, যেটিস্ক্রিন প্রটেক্টরনামেই বেশি পরিচিত এই আবরণ পরে পাল্টে নিতে পারবেন ব্যবহারকারীরা এর পরের দুটিতে থাকছে দুটি টাচস্ক্রিন স্তর দুটি টাচস্ক্রিন স্তর সংযুক্তির কারণ হিসেবে বলা হয়েছে, যদি একটি স্তর নষ্ট হয়ে যায়, তবু অন্য টাচস্ক্রিন স্তর কাজ চালিয়ে নিয়ে যেতে পারবে বাদবাকি দুটি স্তর বেশ দৃঢ়ভাবে তৈরি হয়েছে বাকি অংশগুলো একত্রে সংযুক্ত রাখার কাজে

এই প্রযুক্তি উন্নয়নের পেছনে প্রায় তিন বছর খেটেছেন মটোরোলার গবেষকরা এই প্রযুক্তির পেছনে এত সময় খরচ করার কারণ ব্যাখ্যা দেন প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং ডিরেক্টর মার্কাস ফ্রস্ট তিনি বলেন, ‘অতীতে আমরা নতুনত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি সবাইকে, কারণ আমরা সক্ষম এখন আমরা অর্থপূর্ণ কোনো প্রচেষ্টা তুলে ধরতে চাই সে ক্ষেত্রে স্মার্টফোনের ব্যাটারি কিংবা ভাঙনপ্রবণ পর্দা নিয়ে ক্রেতাদের বিরক্তিকে প্রাধান্য দিয়েছি

দশমিক ইঞ্চির এইচডি এমোলেড স্ক্রিনের প্রতি ইঞ্চিতে থাকছে ৫৪০ পিক্সেল, যা বর্তমানে বাজারে থাকা যেকোনো স্মার্টফোনের চেয়ে বেশি এই অধিক পিক্সল আরো বেশি সূক্ষ্মভাবে ছবি দেখার সুযোগ করে দেবে

অন্যান্য স্পেসিফিকেশন মটোরোলার অন্যান্য মটো এক্স ফোনগুলোর মতোই স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসরের সঙ্গে থাকছে জিবি ্যাম ৩২ জিবি স্টোরেজ সুবিধা দুই দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম মটোরোলা এক্স ফোর্স ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে থাকছে মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় সংযুক্ত আছে এলইডি ফ্ল্যাশ

  আগের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন 

সূএ ঃ এন টিভি অনলাইন ।

No comments:

Post a Comment