Saturday, October 31, 2015

তাজমহল রহস্য

  তাজমহল রহস্য

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে?? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালই আছি। আজকে  আপনাদের জানবো তাজ মহলের রহস্য ।
আরজুমান্দ বানু বেগম মমতাজ নামেই যিনি পরিচিত পরিচিতি পেয়েছিলেন মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী মাত্র ৩৯ বছর বয়সে ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে ১৬৩১ সালে তার মৃত্যু হয় প্রিয় পত্নীর স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যে তার সমাধিকে ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার একটি অপরূপ নিদর্শন হিসেবে চিহ্নিত      -- 









মমতাজ মারা যাওয়ার পর প্রথমে তাকে জয়নাবাদ বাগানে সমাহিত করা হয় মাস পর তাকে ফের সমাহিত করা হয় আগ্রার তাজমহলে তখনও তাজমহল নির্মিত হয়নি ভারতবর্ষ জুড়ে এমন একটি গল্প প্রচলিত আছে যে, সেই সময়ে যে শ্রমিকরা তাজমহল নির্মাণ করেছিলেন নির্মাণ শেষে সম্রাট শাহজাহান সেই শ্রমিকদের হাতের কব্জি কেটে ফেলেছিলেন যাতে পৃথিবীতে তার মতো দ্বিতীয় কোনো তাজমহল কেউ নির্মাণ করতে না পারে
মমতাজের মৃত্যুর পর শাহজাহান দুই বছর ধরে শোক পালন করেন অনেক সময় রাজকর্ম পালন না করেও শোক পালন করতেন এরপর ছেলে আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করে শাহজাহানকে আগ্রার কেল্লায় বন্দি করে রাখেন সেই কেল্লা থেকে অপলক দৃষ্টিতে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন সম্রাট অবশেষে বন্দি অবস্থায়ই তার মৃত্যু হয়
লুকানো সত্য!
উপরে যা বর্ণিত হয়েছে ইতিহাস প্রায় সবারই কম-বেশি জানা আছে কিন্তু ছাড়াও তাজমহলের আরও কিছু রহস্য আমাদের অজানা রয়ে গেছে, যা লুকানো হলেও কেউ কেউ সত্য বলে দাবি করেন তাজমহলের ইতিহাসকে চ্যালেঞ্জ করেন প্রফেসর পি এন অক তাজমহল :দ্য ট্রু স্টোরি বইয়ের লেখক তিনি উল্লেখ করেন, তাজমহল বেগম মমতাজের সম্মানে নির্মিত প্রেমের সমাধিস্থল নয় বরং এটি প্রাচীন দেবতা শিব, যাকে আগে বলা হতো 'তেজ মহালয়'-এর মন্দির যেখানে আগ্রার রাজপুত্ররা পূজা অর্চনা করত সেটাকেই শাহজাহান তার মৃত স্ত্রীর স্মরণে স্মৃতিশালা হিসেবে গড়ে তোলেন
তিনি ইতিহাস অনুসন্ধান করে দেখতে পান যে, সম্রাট শাহজাহান অন্যায়ভাবে জয়পুরের মহারাজা জয় সিংয়ের কাছ থেকে মন্দিরটি দখল করেন শাহজাহান তার নিজস্ব দিনপঞ্জিতে লিখে রাখেন যে, জয় সিংয়ের কাছ থেকে মমতাজের সমাধিস্থলের জন্য চমৎকার প্রাসাদ বেছে নিয়ে জয় সিংকে বিনিময়ে অন্যত্র জমি দেওয়া হয়
তাজমহল নামটি নিয়েও প্রফেসর সংশয় প্রকাশ করেন বলেন, সেই সময়ের কোনো দলিলপত্রেও ওই প্রাসাদের নাম তাজমহল উল্লেখ নেই আর ওই সময়ে কোনো মুসলিম দেশে কোনো প্রাসাদ বা ভবনের নাম মহল রাখার প্রচলন ছিল না আর মমতাজ মহলের নামের প্রথম দুটি অক্ষর বাদ দিয়ে শুধু তাজ কেন রাখা হবে সেটিও ভাবনার বিষয়
তিনি আরও বলেন, মমতাজ-শাহজাহানের প্রেমের কাহিনী মূলত মানুষের মুখে মুখে রটিত রূপকথা ওই সময়ের কোনো ইতিহাস কিংবা সরকারি নথিপত্র বা পুস্তক-পুস্তিকায় তাদের প্রেম ভালোবাসার কথা লেখা ছিল না প্রফেসর এটাও দাবি করেন যে, তাজমহল সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত নয়

নিউইয়র্কের আর্কিওলজিস্ট মারভিন মিলার তাজমহলের দেয়ালের নমুনা পরীক্ষা করে বলেন, তাতে যে কার্বন আছে তা সম্রাট শাহজাহানের শাসনামলেরও ৩০০ বছরের পুরনো ইউরোপিয়ান পর্যটক, যিনি ১৬৩৮ সালে আগ্রা ভ্রমণ করেন তিনি তার গ্রন্থে তাজমহলের কথা কোথাও উল্লেখ করেননি


প্রফেসর অক তাজমহলের কিছু অসামঞ্জস্য উল্লেখ করে বলেন, এটি মূলত হিন্দু মন্দির ছাড়া কিছুই নয় তিনি আরও বলেন, এর ভেতরের অনেক কামরাই এখনও তালাবদ্ধ রয়েছে, যার ভেতরে শিবের মস্তকবিহীন মূর্তি আছে বলে তার দাবি, যা মূলত হিন্দুদের মন্দিরে দেখা যায় ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় ইন্দিরা সরকার প্রফেসর অকের বইটি বাজার থেকে তুলে নেয় এবং এর প্রকাশনা বন্ধ করে দেয় কিছু রহস্য থেকেই যাক তবু তাজমহল তার অপার সৌন্দর্য নিয়ে, মহিমা নিয়ে মাথা উঁচু করে জানান দিক আপন অহঙ্কার

 আগের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন 

সূএ ঃ সমকাল । 

No comments:

Post a Comment