নতুন চমক নিয়েই বাজারে আসছে নোকিয়া
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে
এবার আসুন শুরু করি । নতুন চমক নিয়েই বাজারে আসছে নোকিয়া ।
২০১৬ সালে শেষ হচ্ছে নোকিয়া-মাইক্রোসফটের চুক্তি। উভয় পক্ষই জানিয়েছে, তারা আর একসঙ্গে থাকছে না। ফলে ফোনের বাজারে ফের আসছে নোকিয়া। নোকিয়া তাদের ফোনের ব্যবসা কয়েক বছরের জন্য মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। অন্যদিকে মাইক্রোসফটও নোকিয়া ফোনের বদৌলতে বাজার দখল করতে পারেনি। উভয়পক্ষই এই চুক্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বছরের এই শেষ কয়টা দিনে নোকিয়া এখন ফোন নিয়ে গবেষণায় ব্যস্ত। ইতোমধ্যে অনলাইনে তাদের বেশ কয়েকটি মডেলের কনসেপ্ট ফোনের ছবি প্রকাশিত হয়েছে। এসব ফোনের ছবি ও কনফিগারেশন দেখে বোঝা যায় নোকিয়া পুরনো বাজার ফিরে পেতে মরীয়া হয়ে উঠছে। এসব ফোন আসছে অ্যানড্রয়েড প্লাটফর্মে।
‘নোকিয়া পাওয়ার রেঞ্জার’ কনসেপ্ট নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষা চলছিল। ভবিষ্যতে এই টেকনোলজিতেই ভর করে চলবে নোকিয়ার স্মার্টফোনগুলি। এই প্রযুক্তির ক্ষমতা কতটা তা আন্দাজ করার জন্য নোকিয়া সোয়ান অ্যানড্রয়েড ফোনটিই যথেষ্ট। ৪২ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪ জিবি র্যামের এই মডেলটি স্মার্টফোন ও ট্যাবলেটের কনসেপ্টকে এক করে দিয়েছে।
নোকিয়া সোয়ান একাই স্মার্টফোন ও ট্যাবলেটের কাজ করবে। কোয়াড কোর সিপিইউ, ইনটেলের চিপ এবং ৪ জিবি র্যাম রয়েছে এই মডেলে। এখানেই শেষ নয়, এই মডেলটির ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি।
সাধারণ ‘ফোন কল’ এলে এই মডেলটি স্মার্টফোনের মতই আচরণ করবে। কিন্তু এর আসল বিশেষত্ব যখন আপনি মডেলটিকে আনফোল্ড করবেন তখনই পাবেন ডুয়েল টাচ স্ক্রিন। ভাঁজ খুললেই একেবারে ল্যাপটপের মত কাজ করবে ফোনটি। নোকিয়া সোয়ানের ডিসপ্লে ৫.৩ ইঞ্চির। কিন্তু ভাঁজ খুললেই ট্রান্সফর্ম হবে ১১ ইঞ্চির ডিভাইসে। কাজ হোক বা বিনোদন, নোকিয়া সোয়ানের জুড়ি বাজারে বর্তমানে একটাও নেই।
অ্যান্ড্রয়েড ওয়েবসাইটের দাবি, নোকিয়া স্মার্টফোনের বাজারে ফিরে আসছে ২০১৬তে। ফেরাটা নোকিয়া সি১ অ্যানড্রয়েড স্মার্টফোনকে সঙ্গে নিয়ে। ২০১৬ সালেই মাইক্রোসফটের সঙ্গে নোকিয়ার চুক্তির মেয়াদ ফুরোচ্ছে। যার অর্থ, পরের বছর থেকেই ফের নোকিয়ার নামে বাজারে ফোন বিক্রি শুরু হবে। সোয়ান ফ্যাবলেটও আগামী বছরই বাজারে আসতে পারে। দাম কত হতে পারে, সে নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।
সূএ ঃ লেটেষ্ট বিডি নিউজ
No comments:
Post a Comment