Tuesday, October 20, 2015

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্ধোধন


আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন আশাকরি ভালো। আমরা সবাই মোবাইল  ব্যবহার করি। মোবাইল  ছাড়া আমরা ধরতে পারেন অচল কারন প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন। সুতরাং  মোবাইল ব্যাবহার  করতে একটা সিম দরকার  আর সিম টা হতে হবে  নিবন্দন কিত ।
আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিজেই আঙ্গুলের ছাপ দিয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালুর ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও সচিব ফাইজুর রহমান।
আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন। ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবেন অপারেটররা।
বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ মোট ৬টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটির বেশি।
প্রায় এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করে দেখা গেছে, এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম।
একটি ভুয়াজাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বায়োমেট্রিক পদ্ধতির শুরু করার ঘোষণা আসে।


আগের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন । 

সূএঃ দেশ টিভি 


No comments:

Post a Comment