Tuesday, October 6, 2015

মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে

                   

                      মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে


বহির্বিশ্বে আমাদের সৌরমন্ডলের লালগ্রহ হিসেবে পরিচিত মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে বলে জোর ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আগামী সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাশূন্য গবেষণা সংস্থা নাসা।
জানা গেছে, ‘মঙ্গলগ্রহে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য’ (‘গধলড়ৎ ঝপরবহপব ঋরহফরহম) পাওয়ার ঘোষণা দেবে নাসা।
মঙ্গলে প্রাণ আছে ইদানিং এমন দাবি নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। এরপর রহস্যের জট খুলতে সদর দফতর ওয়াশিংটনে সোমবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে বক্তব্য তুলে ধরবে নাসা।
এর আগে এ বছরের জুলাই মাসে নাসা এক প্রেসব্রিফিংয়ে পৃথিবীর বাইরে মঙ্গলগ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব সম্পর্কে আভাস দিয়েছিল।
সংবাদমাধ্যম জানাচ্ছে, নাসার প্লানেটরি সায়েন্সের পরিচালক জিম গ্রিন এবং মঙ্গলগ্রহে অনুসন্ধান কার্যক্রমের প্রধান বিজ্ঞানী মাইকেল মেয়ের সোমবারের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
নাসার একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলগ্রহে বিজ্ঞানীরা অনুজীব (গরপৎড়নরধষ খরভব) এবং প্রবহমান পানির সন্ধান পেয়েছেন, যা পৃথিবীর অনুকূল পরিবেশের মতোই।
আরো জানা গেছে, সোমবারের সংবাদসম্মেলনে আটলান্টার জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ‘ল্যাটার থিওরি’র গবেষক লুজেন্দ্র ওঝাও উপস্থিত থাকবেন।
তিনি এর আগে বলেছিলেন, মঙ্গলগ্রহে লবণাক্ত তরল পানি আছে যা প্রবহমান। মঙ্গলে যখন গ্রীষ্মকাল চলে, তখন এই পানি প্রবাহিত হয়। এ বছরের এপ্রিল মাসের মঙ্গলে অবস্থানরত চার চাকার কিউরিসিটি রোভার স্যাঁতস্যাঁতে মাটির সন্ধান ও পানির সন্ধানের কথা জানায়।
সোমবার ওয়েব অডিটরিয়ামে নাসার সংবাদ সম্মেলন চলার সময় নাসা টিভি এবং তাদের ওয়েবসাইটে লাইভ দেখানো হবে বলে জানা গেছে।

মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে

No comments:

Post a Comment